কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেপ্লে তিন টি বিভাগের মাধ্যমে সেবা প্রদান করা হয়।
যেমনঃ অন্তঃবিভাগ, বহিঃবিভাগ ও জরুরী বিভাগ।
বিভাগওয়ারী সেবা প্রদানের সময় সুচীঃ
অন্তঃবিভাগ :- প্রতি দিন ২৪ ঘন্টা সেবা প্রদান করা হয়।
বহিঃবিভাগ :- প্রতিদিন সকাল ৮.৩০টা হইতেদুপুর ২.৩০টা পর্যন্ত সেবা প্রদান করা হয়।
জরুরীবিভাগ :- চব্বিশ ঘন্টা সেবা প্রদান করা হয়।
এছাড়া সার্বক্ষণিক মোবাইল ফোনের মাধ্যমে সেবা প্রদান করা হয়।
মোবাইল নাম্বারঃ
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সঃ ০১৭৩০-৩২৪৮৫৬
নিয়ন্ত্রণাধীন ইউনিয়ন সাবসেন্টার,
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র এবং কমউনিটি ক্লিনিকে প্রতিদিন সকাল৯-০০টা হইতে বিকেল৩.00টা পযর্ন্ত বহিঃ বিভাগের মাধ্যমে সেবা প্রদান করা হয়।
ইপিআইঃপ্রতিটি ইউনিয়নে প্রতি মাসে একবার করে ২৪ টি ইপিআই আউট রিচসেন্টারে৮টি রোগের টিকা স্বাস্থ্য কর্মী গণের মাধ্যমে প্রদান করা হয়।
এ ছাড়া সকল স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থিত স্থায়ী টিকা কেন্দ্রে প্রতিদিন টিকাপ্রদান করাহয়।
স্বাস্থ্য কর্মী গন রোগ প্রতিরোধের উদ্দেশ্যে নিয়মিত মাঠ পযায়ে বিসিসি কাযর্ক্রম পরিচালনা করে থাকে।
অন্তঃবিভাগঃ প্রতি দনি ২৪ ঘন্টা সেবা প্রদান করা হয়।
বহিঃবিভাগঃ প্রতি দিন সকাল ৮.৩০ টা হইতে দুপুর ২.৩০ টা পর্যন্ত সেবা প্রদান করা হয়।
জরুরীবিভাগঃপ্রতিদনিচব্বিশঘন্টাসেবাপ্রদানকরাহয়।
মোবাইল ফোনে যে কোন স্বাস্থ্য সমস্যায় সেবা পেতে ফোন করুন নিম্নোক্ত নাম্বারেঃ
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS